Sunday 9 August 2015

শেখ হাসিনাকে হত্যায় ১৭ বার চেষ্টা হয়েছে: মোজাম্মেল হক


ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর গোটা দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক
তিনি রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনেজয় বাংলা৭১ লীগআয়োজিত জাতীয় শোক দিবসের মানববন্ধনে মন্তব্য করেন
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড শুধুমাত্র হত্যাকাণ্ড নয়। কারণ এই হত্যাকাণ্ডের পর গোটা দেশে অন্ধকার নেমে আসে। জাতি হয়ে পড়ে দিকহারা
তিনি বলেন, যে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি জীবিত রয়েছেন
মন্ত্রী বলেন, কেবলমাত্র বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এবং ফাঁসির রায় কার্যকর করা হবে না। আমরা বাংলার মাটিতে তার স্বপ্ন এবং আদর্শ বাস্তবায়ন করব
আয়োজক সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এমএ করিম, বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ

Share this

0 Comment to "শেখ হাসিনাকে হত্যায় ১৭ বার চেষ্টা হয়েছে: মোজাম্মেল হক "

Post a Comment