Sunday 9 August 2015

বিজ্ঞান এগিয়ে, মানবিক পিছিয়ে

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান ও গার্হস্থ্য বিভাগের শিক্ষার্থীরা। আর সবচেয়ে খারাপ ফল করেছে মানবিক, ইসলাম শিক্ষা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা।
আজ রোববার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, বিজ্ঞানে ৭৭ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে মানবিকে পাস করেছে ৫৭ দশমিক ৯৯ শতাংশ পরীক্ষার্থী।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছেন বিজ্ঞানের শিক্ষার্থীরা। এই বিভাগের ২৬ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে মানবিকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭২২ জন পরীক্ষার্থী।
তিন বিভাগ মিলিয়ে গড় পাসের হার ৬৫ দশমিক ৮৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৩৪ হাজার ৭২১ জন।
গতবার তিন বিভাগে গড় পাসের হার ছিল ৭৫ দশমিক ৭৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৫৭ হাজার ৭৮৯ জন।

Share this

0 Comment to "বিজ্ঞান এগিয়ে, মানবিক পিছিয়ে"

Post a Comment