Wednesday 12 August 2015

শুক্রবারই লন্ডনে আসছেন খালেদা, প্রতিহত করবে আওয়ামী লীগ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৪ আগস্ট শুক্রবারেই লন্ডনে আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য ইতিমধ্যেই ইস্ট লন্ডনের অভিজাত এলাকা ক্যানারী ওয়ার্ফের রেডিসন হোটেলে ১০ দিনের জন্য বুকিংসহ অন্যান্য সফরসূচির কাজ সম্পন্ন হয়েছে বলে যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা জানিয়েছেন। তবে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ এখনো কোন সফরসূচি হাতে আসেনি বলে জানান। যদিও তিনি এও জানিয়েছেন খালেদা জিয়ার আসার খবর মিথ্যা নয়। খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য আসছেন বলে তিনি নিশ্চিত করেছেন। এছাড়া দলীয় নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন মিটিং হবে বলে জানান তিনি।
এদিনে খালেদা জিয়া আসার পর ব্রিটেনের সরকার পর্যায়ে কোন বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে কয়সর এম আহমদ বলেন, সেটাতো কিছুটা হতেই পারে।
সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার সফরসূচির পুরোটাই সর্বোচ্চ সতর্কতার সাথে পালনের নির্দেশ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এছাড়া সফরসূচি কোনভাবেই যেনো বাইরে না যায় সে ব্যাপারেও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
তারেক রহমান নিজে এয়ারপোর্টে গিয়ে মা বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন বলে নিশ্চিত হওয়া গেছে। খালেদা জিয়ার সফরের ১০ দিন তারেক রহমান সপরিবারে হোটেলেই অবস্থান করবেন বলেও সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, বেগম জিয়ার লন্ডন সফরকে যেকোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। পূর্ব লন্ডনের ব্রিকলেনে এক রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদের মদদদাতা বেগম খালেদা জিয়ার হাতে দেশের শতশত মানুষের রক্ত লেগে আছে। তাই বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে আমরা প্রতিহত করব।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সভাপতি সুলতান শরীফ বলেন, গণতন্ত্র ও সিভিলাইজেশনের সুতিকাগার এই ব্রিটেন। আমাদের প্রতিবাদের ভাষা তাই অবশ্যই গণতান্ত্রিক হবে। এমন কিছু আমরা করব না, যাতে দেশের সুনাম বিনষ্ট হয়।
তিনি আরও বলেন, গণতান্ত্রিকভাবে ব্রিটেনে যতো ধরণের প্রতিবাদ জানানো যায় আমরা জানাব। শুধু আওয়ামী লীগ নয়, আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের হাজার হাজার প্রবাসী বাংলাদেশিও প্রতিবাদ জানাতে শরীক হবেন। তাই প্রতিবাদের ভাষার নিশ্চয়তা দেয়া যাবে না।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, প্রচার সম্পাদক শাহ শামীম,আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অনুকুল তালুকদার ডাল্টন, ছাত্রলীগ সভাপতি তামিম আহমেদ।

Share this

0 Comment to "শুক্রবারই লন্ডনে আসছেন খালেদা, প্রতিহত করবে আওয়ামী লীগ"

Post a Comment