Sunday 9 August 2015

প্রধান অতিথি হিসেবে বিএসএফ-এর কুচকাওয়াজে বিজিবি প্রধান


প্রধান অতিথি হিসেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর দুটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। মধ্য প্রদেশের গোয়ালিয়রে বিএসএফ-এর টেকানপুর প্রশিক্ষণ একাডেমিতে শুক্রবার এই প্যারেড হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিএসএফ-এর সাব ইন্সপেক্টর পদের দুটি প্রশিক্ষণ কোর্সের ১৮৫ জন প্রশিক্ষণার্থীর এ দিন সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। বিজিবির মহাপরিচালক দুই বন্ধু দেশের সম্মিলিত বিভিন্ন উদ্যোগ এগিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
কুচকাওয়াজ পরিদর্শন শেষে বিএসএফ প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ উইংও ঘুরে দেখেন আজিজ আহমেদ। বিজিবি মহাপরিচালক বিএসএফ-এর একটি বিশেষ বিমানে টেকানপুরে পৌঁছালে প্রশিক্ষণ একাডেমির পরিচালক তাকে অভ্যর্থনা জানান। বিএসএফ-এর এ ধরনের অনুষ্ঠানে অন্যকোনো দেশের একটি বাহিনীর প্রধানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি এই প্রথম বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this

0 Comment to "প্রধান অতিথি হিসেবে বিএসএফ-এর কুচকাওয়াজে বিজিবি প্রধান"

Post a Comment