Monday 10 August 2015

গুগলের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিশাই

ইন্টারনেট জায়ান্ট গুগলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিশাইয়ের নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের কাছ থেকে এই ঘোষণা আসে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আকস্মিকভাবে প্রতিষ্ঠান পুনর্গঠন করেছে গুগল। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন এসেছে।
গুগল একটি নতুন মাদার কোম্পানি এনেছে। নাম অ্যালফাবেট ইন করপোরেশন । এখন থেকে ওই মাদার কোম্পানির অধীনে কাজ করবে গুগল।
অ্যালফাবেট করপোরেশনের সিইও হচ্ছেন ল্যারি পেজ। আর সার্গেই ব্রিন হচ্ছেন প্রেসিডেন্ট।
পুনর্গঠন প্রক্রিয়ায় গুগলের নতুন সিইও হিসেবে কাজ করবেন সুন্দর পিশাই। ৪৩ বছর বয়সী পিশাইয়ের জন্ম ভারতের চেন্নাইয়ে।

Share this

0 Comment to "গুগলের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিশাই"

Post a Comment