Sunday 9 August 2015

ব্লগার ও শিশু হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে


সম্প্রতি ব্লগার শিশু হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভাপতি আমির হোসেন আমু আজ রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি দাবি করেন

আমির হোসেন আমু বলেছেন, পেট্রলবোমা নাশকতার ঘটনা ঘটিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল তারাই এসব হত্যাকাণ্ডের নেপথ্যে ইন্ধন জোগাচ্ছে। তবে তারা যেন এসব ঘটনা আর ঘটাতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

শিল্পমন্ত্রী দাবি করেন, ব্লগার রাজীব হায়দার শোভন হত্যায় সাতজনকে ওয়াশিকুর রহমান বাবু হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাড়া সিলেটে শিশু সামিউল ইসলাম রাজন হত্যাকাণ্ডে ১২ জন খুলনায় শিশু রাকীব হত্যায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্য যাচাই-বাছাই শেষ হয়েছে। দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে। - See more at:


Share this

0 Comment to "ব্লগার ও শিশু হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে"

Post a Comment