Monday 10 August 2015

‘প্রশ্নপত্র ফাঁস রোধে ডিজিটাল পদ্ধতির বিকল্প নেই’

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘শিক্ষাক্ষেত্রে কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না। সবার সমন্বিত উদ্যোগের ফলে প্রশ্ন ফাঁস রোধ করতে হবে। পাশাপাশি প্রশ্ন ফাঁস রোধে ডিজিটাল পদ্ধতির বিকল্প নেই।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিইসি ভবনে সোমবার বিকেলে ‘প্রশ্ন ফাঁস রোধে ডিজিটাল প্রশ্ন পদ্ধতির উদ্যোগ ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে পাবলিক পরীক্ষা নেওয়া ব্যয়বহুল ব্যাপার। তবে এক্ষেত্রে সবার সহযোগিতা পেলে সমস্যা থাকবে না।’
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা ইকরাম, আইটি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম কায়কোবাদ প্রমুখ।

Share this

0 Comment to "‘প্রশ্নপত্র ফাঁস রোধে ডিজিটাল পদ্ধতির বিকল্প নেই’"

Post a Comment