Sunday 9 August 2015

শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপ কেন অবৈধ নয় : হাইকোর্ট


বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি এর ওপর ভ্যাট আরোপ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট
রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ বিচারপতি জে এন দেব চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম
এর আগে গত মঙ্গলবার আবেদনটি দায়ের করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক খন্দকার দিদার-উস-সালাম, একই ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র আরিফ মাহমুদ সাংবাদিকতা বিভাগের ছাত্র ফরহাদ হোসেন
রিট আবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করারোপ করা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করারোপ করা হয়নি। এটা বৈষম্যমূলক
খন্দকার দিদার-উস-সালাম সাংবাদিকদের জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি এর ওপর দশমিক শতাংশ ভ্যাট আরোপ করে জুলাই এনবিআর প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করলে আদালত রুল জারি করেন
অর্থ সচিব, শিক্ষা সচিব, এনবিআর সচিব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে

Share this

0 Comment to "শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপ কেন অবৈধ নয় : হাইকোর্ট"

Post a Comment