Wednesday 12 August 2015

ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয় এমন কথা বা কাজ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রত্যেক ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। কেউ কারো ধর্মে আঘাত দিয়ে কোনো কাজ করবে না এবং বলবে না।সেইভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই।’
বুধবার রাজধানীর রমনায় তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় সমাজের ক্ষতি করে এমন তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যেসব তথ্য মানুষের উপকারে আসে, সেসব প্রচার করুন। আর যেগুলো মানুষের ক্ষতি করে, সমাজে ক্ষত সৃষ্টি করে এবং বিভ্রান্তিকর সেগুলো প্রচার করবেন না। শুধু সমালোচনা করবেন না। উন্নয়নের কথাও প্রচার করুন।
বিশেষ করে শিশু মনে প্রভাব ফেলে এমন বিষয়ও প্রচারে সচেতন হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে যেন সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য এর ক্ষতিকর দিকগুলো প্রচার করতে হবে।

Share this

0 Comment to "ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর "

Post a Comment