Monday 10 August 2015

মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতি ৮০ কিমি

ঢাকা: দুর্ঘটনা রোধে মহাসড়কে যান চলাচলের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে এবারের ঈদুল আজহায় রাস্তার পাশে যেন কোরবানির পশুর হাট না বসে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল’র ২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বিকেল ৪টায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় পৌনে ৬টায়।
বৈঠকে বক্তব্য রাখেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং প্রশাসনিক কর্মকর্তা ও পরিবহন মালিকদের প্রতিনিধিরা।

Share this

0 Comment to "মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতি ৮০ কিমি"

Post a Comment